খালেদার অভিযোগকে মিথ্যা বললেন আইজি


প্রকাশিত: ০৮:২৭ এএম, ০৫ জুলাই ২০১৫

হরতাল-অবরোধের সময় পুলিশ পেট্রলবোমা ছুঁড়েছে, খালেদা জিয়ার এমন অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) একেএম শহীদুল হক। রোববার দুপুরে রমজান ও ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আইজি বলেন, ‘এটা মিথ্যা অভিযোগ। কারা এসব ঘটনা ঘটিয়েছে তা সবাই জানে। সাংবাদিকরা মাঠে থাকেন। তারাও দেখেছেন। পুলিশের ভাবমূর্তি নষ্টের জন্য এমন অভিযোগ করা হচ্ছে।’

সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে জাতি দায়িত্বশীল বক্তব্য আশা করে উল্লেখ করে শহীদুল হক বলেন, ‘আন্দোলনের সময় অনেককে পুলিশ আটক করেছে, তাদের পরিচয় আমাদের কাছে আছে। অনেকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। আপনাদের লাগলে নিতে পারেন।’

উল্লেখ্য, এর আগে শনিবার রাজধানীতে এক ইফতার পার্টির অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘পুলিশ পেট্রলবোমা ছুড়ে বিএনপির আন্দোলন বন্ধ করেছে’ বলে মন্তব্য করেছিলেন।

এআর/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।