কেবিন পেলেন মুক্তিযোদ্ধারা
ভোলা জেলা সদরের ১০০ শয্যা হাসপাতালের একটি কেবিন মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত করার পাশাপাশি আধুনিক সকল সুবিধা দেওয়া হয়েছে। জেলা পরিষদ ও উপজেলা পরিষদের অর্থায়নে আধুনিক করার পর বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের ৯নং কেবিনটি মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডারের কাছে হস্তান্তর ও কক্ষের চাবি তুলে দেওয়া হয়।
চাবি তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন ও সিভিল সার্জন ডা. ফরিদ আহম্মেদ। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু তাহের, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অহিদুর রহমান, জেলা আওয়ামী লীগ দফতর সম্পাদক মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, শানেওয়াজ, আবু মিয়াসহ মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
হাসপাতালের ১৭টি কেবিনের মধ্যে ৯নং কেবিনটি আধুনিকায়ন করতে জেলা পরিষদ প্রশাসক ও মুক্তিযোদ্ধা আব্দুল মমিন টুলু দেন দুই লাখ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দেন এক লাখ টাকা অনুদান।
জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু জাগো নিউজকে জানান, মুক্তিযোদ্ধারা দেশের গর্বিত সন্তান। তাদের সু-চিকিৎসা নিশ্চিত করতে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ এগিয়ে এসেছে। ওই কক্ষটি মুক্তিযোদ্ধাদের জন্যই সংরক্ষিত থাকবে। সিভিল সার্জন ডা. ফরিদ আহমেদ জাগো নিউজকে বলেন, সমাজের স্বচ্ছল ব্যক্তি ও প্রতিষ্ঠান এভাবে এগিয়ে আসলে মানুষ উপকৃত হবেন।
তিনি জানান, ভোলাতে ২০০ শয্যার হাসপাতাল ভবনের কাজ চলছে। ওই হাসপাতালের কার্যক্রম শুরু হলে মুক্তিযোদ্ধাদের জন্য কেবিন সংখ্যা আরো বাড়ানো হবে। উদ্বোধনের প্রথম দিনেই ওই কেবিনে দৌলতখানের এক মুক্তিযোদ্ধা চিকিৎসা নেন। এদিকে আধুনিক এ কেবিনে এসিসহ সকল সুবিধা দেওয়া হয়েছে। এটি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের কাছে হস্তান্তর করা হলেও এর দেখভাল করার দায়িত্ব হাসপাতাল কৃর্তৃপক্ষ ও আরএমওকে দেওয়া হয়।
অমিতাভ অপু/এমজেড/পিআর