কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে ফাঁসি কার্যকরের আদেশ
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের আদেশ কারাগারে পৌঁছেছে। শনিবার দুপুর ২টা ৫০ মিনিটের এ আদেশের কপি কেন্দ্রীয় কারাগারে পৌঁছে।
এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আদেশের কপিতে স্বাক্ষর করেন। এর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই আদেশ নিয়ে কারাগারের দিকে রওনা হন।
এদিকে কারাগার কর্তৃপক্ষ আজ (শনিবার) বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে পারিবারের সদস্যদের কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতের জন্য ডাকে। কামারুজ্জামানের আইনজীবী শিশির মুহাম্মদ মনির জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, শুক্রবার দিবাগত রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে জানিয়েছিলেন, শনিবার কার্যকর হতে যাচ্ছে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়।
জেইউ/আরএস