কাঠগড়ায় দাঁড়াতে হবে আলিম দারকে


প্রকাশিত: ০৮:৪৯ এএম, ১৯ মার্চ ২০১৫

বৃহস্পতিবারের বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তাপ কয়েকদিন ধরেই ছড়াচ্ছে। সেই উত্তাপের আগুনে ঘি ঢাললেন পাকিস্তানি অভিজ্ঞ আম্পায়ার আলীম দার। তিনি এই ম্যাচের সেঞ্চুরিয়ান রোহিত শর্মার একটি আউট হওয়া বলকে নো বল ঘোষণা করেন। এজন্য তাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। খবর ওয়ান ইন্ডিয়া।

এর আগেও ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে তিনি একটি বড় ধরণের ভুল সিদ্ধান্ত দেন। বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত ম্যাচে কোমর বরাবর একটি বল তুলে মারেন রোহিত। এরপর তিনি তালুবন্দি হন। কিন্তু এটাকে নো বল ডাকেন লেগ আম্পায়ার আলিম দার। ঐ সময় ভারতের সংগ্রহ ছিল ৩৯.৩ ওভারে ১৯৫ রান। আর রোহিতের ব্যক্তিগত সংগ্রহ ছিল ৯০।

এই সময় ধারা বর্ণনায় থাকা সাবেক বিশ্বসেরা লেগ স্পিনার শেন ওয়ার্নও অবাক হন। ওয়ার্ন বলেন, আলিম তার আস্থা হারিয়ে ফেলেছেন এই সিদ্ধান্তের মাধ্যমে। সাবেক ভারতীয় টেস্ট ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণও এই সিদ্ধান্তের সমালোচনা করেন। এই সিদ্ধান্তে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন ভার্চুয়াল মিডিয়ায়।

এমজেড/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।