ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৭২ রান


প্রকাশিত: ০৭:০৭ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বকাপের ১৫তম ম্যাচে পুল ‘বি’ এর খেলায় ক্যানবেরার মানুকা ওভালে জিম্বাবুয়ের বিপক্ষে মুখোমুখি হয়ে ৩৭২ রান সংগ্রহ করেছে ক্যারিবীয়রা।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নামে ক্রিস গেইল এবং স্মিথ। কিন্তু প্রথম অভারে টিনাশে পানিয়াঙ্গারা বলে আউট হয় স্মিথ।

প্রথম দশ ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ৪৩ রান। ২০ ওভার শেষে এক উইকেটে ৯২ রান। ৩০ ওভার শেষে তাদের রান গিয়ে দাঁড়ায় এক উইকেটে ১৪৯ আর ৪০ ওভার শেষে এক উইকেটে ২২০ রান।

খেলার নির্ধারিত ৫০ ওভারে দুই উইকেট হারিয়ে ক্রিস গেইলের ব্যাটে ভর করে ৩৭২ রান সংগ্রহ করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।

জিম্বাবুয়ের হ্যামিলটন মাসাকাদজা ও তিনাশে পানিয়াঙ্গারা একটি করে উইকেট পান।

জয়ের জন্য জিম্বাবুয়েকে করতে হবে ৩৭৩ রান।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, জোনাথন কার্টার, ক্রিস গেইল, নিকিতা মিলার, দিনেশ রামদিন (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, লেনডল সিমন্স, ডোয়াইন স্মিথ ও জেরম টেইলর।

জিম্বাবুয়ে স্কোয়াড: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবভা, তেন্দাই চাতারা, ক্রেইজ আরভিন, তাফাজ্জা কামুনগোজি, হ্যামিলটন মাসাকাদজা, স্টুয়ার্ট মাতসিকেনেরি, তিনাশে পানিয়াঙ্গারা, ব্রেন্ডন টেইলর এবং শেন উইলিয়ামস।

আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।