উপকূলীয় জেলায় ফেরি চলাচল বন্ধ


প্রকাশিত: ১০:৩৭ এএম, ৩০ জুলাই ২০১৫

দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজমান থাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের আওতাধীন উপকূলীয় জেলাসমূহের ফেরি চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। ঘূর্ণিঝড় কোমেন আঘাত হানতে পারে-এই আশঙ্কায় এই ব্যবস্থা নেয়া হয়েছে।

শুধুমাত্র জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে নেয়া এবং জরুরি দুর্যোগ ব্যবস্থায় নিয়োজিত যানবাহন পরিবহনে সীমিত আকারে বিশেষ ব্যবস্থায় ফেরি ব্যবহার করা যাবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা বলা হয়। এদিকে আগামী ১ আগস্ট শনিবার পর্যন্ত উপকূলীয় জেলাসমূহের সকল কর্মকর্তা ও কর্মচারীর (সিভিল ও মেকানিক্যাল) ছুটি বাতিল করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে দুর্যোগ সম্পর্কিত যে কোন সংবাদ আদান-প্রদানের জন্য সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের কন্ট্রোলরুমের ফোন নম্বর ৮৮৭০৭১৯ এবং মোবাইল নম্বর : ০১৭৩০-৭৮২৮৩৩ তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।