আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর শোক


প্রকাশিত: ০৫:১৪ এএম, ০৯ জুলাই ২০১৫

প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অব:) মৃত্যুতে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্পের পথিকৃৎ, প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেজর জেনারেল আমজাদ খান চৌধুরীর (অব:) মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।

তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, আমজাদ খান একদিকে যেমন একজন সফল উদ্যোক্তা ছিলেন অন্যদিকে ছিলেন নারীর ক্ষমতায়নে আন্তরিক। আমার নির্বাচনী এলাকায় প্রাণ আর এফ এল কোম্পানির প্রধান ফ্যাক্টরি অবস্থিত। আমি দেখেছি তিনি আমার এলাকায় হাজার হাজার নারী শ্রমিকের কর্মসংস্থানের সৃষ্টি করেছেন এবং তাদের থাকা খাওয়ার জন্য ডরমেটরি তৈরি করেছেন যার উদ্বোধন  আমি নিজেই করেছি।

তিনি বহুগুণে গুণান্বিত ছিলেন। আমজাদ খান চৌধুরী বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যিক সংগঠন যেমন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিইসি), ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিসিওএল), বাংলাদেশ ডেইরি অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সভাপতি, পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

দেশের অসংখ্য বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তিনি দেশের বেসরকারি সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কৃষি ও কৃষিজাত পণ্যের বহুমুখী ব্যবহার এবং এ শিল্পের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তিনি অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে সমধিক পরিচিত। সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও তার অবদান অনুকরণীয়। তার মৃত্যুতে  দেশ একজন দক্ষ শিল্প উদ্যোক্তাকে হারালো। এই ক্ষতি অপূরণীয়।
                    
মো. আমিনুল ইসলাম/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।