অস্ট্রেলিয়া যাচ্ছেন মুশফিক
পরিবার নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন যুক্তরাষ্ট্রে। সিঙ্গাপুরে ঘুরে বেড়াচ্ছেন আরেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের পথ ধরে এবার বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। কিন্তু ঘুরতে নয়। পাকিস্তান সিরিজে পাওয়া আঙুলের চোট এখনো ভোগাচ্ছে মুশফিককে। তার স্ক্যান রিপোর্ট মেলবোর্ন অর্থপেডিক সার্জন গ্রেগ হয়ের কাছে পাঠিয়েছে (বিসিবি)। তাই যেকোনো সময় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি।
মুশফিককে নিয়ে ভবিষ্যতে কোনো শঙ্কায় পরতে চায় না বিসিবি। তাই অতিরিক্ত সতর্কতার জন্য তাকে অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে। স্ক্যান রিপোর্ট পাওয়ার পর সেখানকার সার্জনরাও তাকে অস্ট্রেলিয়া পাঠাতে বলেছেন। গত পাকিস্তান সফরে আঙুলে ব্যথা পেয়েছিলেন এই দেশসেরা ব্যাটসম্যান। যদিও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে কিপিং করেছেন তিনি। তবে এখনো সম্পূর্ণ সুস্থ না হওয়ায় টেস্টে উইকেটের পেছনে দাঁড়ানো হচ্ছে না তার। টেস্টে মুশফিকের পরিবর্তে লিটন দাশ কিপিং করে যাচ্ছেন।
আরটি/একে/এমআরআই