এসপি বাবুল নজরদারিতে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার পুলিশের নজরদারিতে নেই। তিনি (এসপি বাবুল) নজরদারিতে আছেন, আমরা কখনো বলিনি। বাবুল আক্তারকে দায়ী করা কিংবা বাবুল আক্তার জড়িত কি না, সে প্রসঙ্গ এখনো আসেনি।’
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘যারা বাবুল আক্তারের স্ত্রীকে হত্যা করেছে, বাবুলকে তাদের মুখোমুখি করা হয়েছিল। তিনি এদের চেনেন কি না বা হত্যার রহস্য কী, তা উদঘাটনেই এই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কারা তাকে (মিতু) হত্যা করেছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তা স্পষ্ট হয়েছে। যারা হত্যা করেছে, তাদের অনেককেই আমরা ধরে ফেলেছি। বাকিদের ধরার প্রক্রিয়া চলছে।’
আলোচিত ওই হত্যাকাণ্ডে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তবে কী কারণে মিতুকে খুন করা হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট করেনি পুলিশ। এ বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা ধৈর্য ধরেন। গোয়েন্দারা প্রতিবেদন দিক, তারপর আমরা সব বলতে পারব। আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি আমরা।’
এদিকে, মাহমুদা আক্তার মিতুকে হত্যার ঘটনায় আরো দুই-দুইজনকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ। পুলিশ বলছে, সোমবার রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে এহতেশামুল হক ভোলা ও মনির নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এবং তাদের দেয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
আরএস/এবিএস