স্বাচিপকে ফাঁকা মাঠে গোল দিতে দেবে না ড্যাব

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপিপন্থী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নেতারা। সম্প্রতি ড্যাবের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ড্যাবের একাধিক শীর্ষ চিকিৎসক নেতা জাগো নিউজকে বলেন, ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বিএমএ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের অনুসারী স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতাদের ফাঁকা মাঠে গোল দিতে দেবেন না। তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে কাউকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে দেবেন না।
ড্যাব শীর্ষ নেতাদের অভিযোগ দুই বছর পর পর বিএমএ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চার বছর পর আগামী ২২ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে। কিন্তু সদস্য সংগ্রহের জন্য ২০ জুলাইয়ের যে শেষ সময়সীমা বেঁধে দেয়া হয়েছে তা যথেষ্ট নয়। রোজা ও ঈদের ছুটির কারণে ওই সময়ের মধ্যে সদস্যপদ সংগ্রহ সম্ভব নয়।
বর্তমানে যারা বিএমএ’র নেতৃত্বে রয়েছেন তারা নির্বাচন কমিশন গঠন তথা নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে অতীতে নির্বাচনে অংশগ্রহনকারী অন্যান্য দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার সাধারণ সৌজন্যতা দেখাননি। অতীতে তারা যখন বিএমএ’র নেতৃত্বে ছিলেন তখন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সকলের অংশগ্রহণ নিশ্চিত করে নির্বাচনের লক্ষে সব দলের সাথে আলোচনা করে নিতেন বলে জানান তারা।
বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান সম্প্রতি জাগো নিউজকে বলেন, ২২ এপ্রিল বিএমএ’র কেন্দ্রীয় কাউন্সিল সভায় ২২ ডিসেম্বর নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত হয়। বিএমএ’র সদস্যদের নাম অন্তর্ভুক্তি করতে ইচ্ছুক চিকিৎসকদের ২০ জুলাইয়ের মধ্যে আবেদন করার ব্যাপারেও সিদ্ধান্ত হয়।
জানা গেছে, ২০১২ সালের পর থেকে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ওই সময় বিএমএ’র ভোটার সংখ্যা ছিল ৩২ হাজার ৮শ’৯২ জন। বর্তমানে সে সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪০ থেকে ৪৫ হাজারেরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হকের কাছে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, ড্যাব অতীতের সব নির্বাচনে অংশগ্রহণ করেছে, এবারও অংশগ্রহণ করবে। তবে সদস্যপদ সংগ্রহের জন্য বেঁধে দেয়া সময় যথেষ্ট নয়। তারা সময় বৃদ্ধির জন্য বিএমএ সভাপতি/মহাসচিবের কাছে চিঠি পাঠাবেন বলে জানান। এর বেশি আর কিছু তিনি বলতে রাজি হননি।
স্বাচিপের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সদস্যপদ সংগ্রহের দিনক্ষণ বৃদ্ধি করা হতে পারে।
এমইউ/এআরএস/এবিএস