আজকের এই দিনে : ০৭ মে ২০১৬


প্রকাশিত: ০২:০৫ এএম, ০৭ মে ২০১৬
সমাজসেবক এবং দানবীর রণদাপ্রসাদ সাহা

বিশ্ব হাঁপানি দিবস
ইঞ্জিনিয়ার্স ডে
১৭৭০ খ্রিস্টাব্দের এই দিনে ইংলিশ কবি উইলিয়াম ওয়ার্ডওয়ার্থের জন্ম।

১৮০৮ খ্রিস্টাব্দের এই দিনে স্পেনের জনগণ, ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে।

১৮১২ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ কবি রবার্ট ব্রাউনিংয়ের জন্ম।

১৮৩২ খ্রিস্টাব্দের এই দিনে গ্রিসকে স্বাধীন রাজ্য ঘোষণা করা হয়।

১৮৪০ খ্রিস্টাব্দের এই দিনে রুশ সঙ্গীতস্রষ্টা পিওৎর চাইকোভস্কির জন্ম।

১৮৬১ খ্রিস্টাব্দের এই দিনে বিশিষ্ট আইনজীবী ও জাতীয়তাবাদী নেতা মতিলাল নেহরুর জন্ম।

১৮৬৮ খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্যে নোবেলজয়ী (১৯২৪) পোলিশ কথাসাহিত্যিক ভাদিস্লাভ স্ট্যানিশস্লাভ রেইমন্টের জন্ম।

১৮৮১ খ্রিস্টাব্দের এই দিনে রবীন্দ্র সাহিত্যের অনুবাদক উইলিয়ামস পিয়ারসনের জন্ম।

১৮৮৯ খ্রিস্টাব্দের এই দিনে নোবেল বিজয়ী লেখক গ্যাব্রিলা মিস্ত্রালের জন্ম।

১৮৯২ খ্রিস্টাব্দের এই দিনে যুগোশ্লাভিয়ার প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপ্রধান মার্শাল টিটোর জন্ম।

১৯০৯ খ্রিস্টাব্দের এই দিনে হের্মান অস্ট্হফ, জার্মান ভাষাবিজ্ঞানী এর মৃত্যু।

১৯১৫ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা আমেরিকায় ‘লুসিতানিয়া’ জাহাজ ডুবিয়ে দেয়।

১৯২৩ খ্রিস্টাব্দেরএই দিনে অমৃতরে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু।

১৯২৭ খ্রিস্টাব্দের এই দিনে লাহোরে সাম্প্রদায়িক দাঙ্গায় বহু হতাহত হয়।

১৯৩১ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের পুষ্টিবিশেষজ্ঞ ও শিক্ষাবিদ সিদ্দিকা কবীর এর জন্ম।

১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে নৃতাত্ত্বিক স্যার জেমস ফ্রেজারের মৃত্যু।

১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে মিত্রশক্তির কাছে জার্মানি নিঃশর্ত আত্মসমর্পণ করে।

১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে জাতিসংঘের বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা।

১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে দিয়েন বিয়েন ফু-র পতনের সঙ্গে সঙ্গে ভিয়েতনাম ফরাসি শাসনের কবল থেকে মুক্ত হয়।

১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে  বাংলাদেশের বিখ্যাত সমাজসেবক এবং দানবীর রণদাপ্রসাদ সাহার মৃত্যু।

১৯৭৬ খ্রিস্টাব্দের এই দিনে সাবেক ব্রিটিশ মন্ত্রী জন স্টন হাউস লেবার পার্টি থেকে পদত্যাগ করেন।

১৯৭৮ খ্রিস্টাব্দের এই দিনে প্রেসিডেন্ট জিমি কার্টার পরমাণু বোমার উন্নয়ন বাতিল করেন।

১৯৮৫ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত নেতা গর্বাচেভ মধ্যম মাত্রার মিসাইল উন্নয়নের ঘোষণা দেন।

১৯৯৩ খ্রিস্টাব্দের এই দিনে সঙ্গীতজ্ঞ ও ব্যঙ্গ সাহিত্যস্রষ্টা অজিতকৃষ্ণ বসুর মৃত্যু।

১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে ধ্রুপদী শিল্পী ওস্তাদ জহিরউদ্দীন ডাগরের মৃত্যু।

২০০৫ খ্রিস্টাব্দের এই দিনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদকের প্রতিরূপ বা রোপ্লিকা বিশ্বভারতীর কাছে হস্তান্তর করা হয়।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।