৩৪ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত


প্রকাশিত: ০৬:৪১ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

সংঘর্ষ আর হানাহানির ঘটনায় ৩৪টি কেন্দ্রে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সবশেষ প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে এই সংখ্যা পাওয়া গেছে।  

এর মধ্যে সর্বোচ্চ ৭টি কেন্দ্র হচ্ছে নোয়াখালীর চৌমহনী পৌরসভার। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৫টি কেন্দ্রও রয়েছে। এছাড়া জামালপুর সদর পৌরসভার ৪টি কেন্দ্র, জয়পুরহাটের ৪টি, চট্টগ্রামের চন্দনাইশসহ ৩টি পৌরসভা, মাদারীপুরের কালকিনি পৌরসভার দুটি কেন্দ্র, মুন্সিগঞ্জের, ফরিদপুরের নগরকান্দা, পটুয়াখালীর কুয়াটাকা, কুমিল্লার বরুড়া, ময়মনসিংহের ভালুকা, চাদপুরের ফরিদগঞ্জ, নড়াইলের কালিয়া, লক্ষীপুরের রামগঞ্জ, জামালপুরের সরিষাবাড়ির একটি করে কেন্দ্রে ভোট স্থগিত রাখা হয়েছে।

এসএ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।