অ্যাপোলো হাসপাতালকে ১৬ লাখ টাকা জরিমানা


প্রকাশিত: ০১:১২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

অনুমোদনহীন ওষুধ বিক্রি ও মজুতের অভিযোগে রাজধানীর বসুন্ধরা এলাকার অ্যাপোলো হাসপাতালে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১৬ লাখ টাকা জরিমানা করে। এসময় ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদনবিহীন প্রায় ১০ লাখ ওষুধ জব্দ করে আদালত।
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ।
 
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব সদর দফতরের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক মাকসুদুল আলম জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। পরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অ্যাপোলো হাসপাতাল থেকে ৫১ প্রকারের ওষুধ জব্দ করে। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

ওষুধ প্রশাসন অধিদফতর কর্তৃক অনুমোদন না থাকায় ওষুধগুলো জব্দ করেন আদালত। এ ঘটনায় হাসপাতালটিকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।

জেইউ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।