রিয়েলিটি শো উপস্থাপনায় গৌহর খান


প্রকাশিত: ১১:৩৪ এএম, ২৬ জুন ২০১৪

গৌহর খানকে সিনেমাপ্রেমী দর্শকরা অনেকদিন ধরে চেনেন। তিনি সিনেমাতে মূলত আইটেম নাম্বার করে থাকেন। তবে, টেলিভিশনে তাঁর জনপ্রিয়তা বাড়ে ‘বিগ বস’ সিজন-৭ শো’তে প্রতিযোগী হিসাবে আসার পর। ‘বিগ বস’ অনুষ্ঠানটির জয়ীও হয়েছিলেন তিনি।

এবার স্টার প্লাস চ্যানেলের আসন্ন রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’ এর সঞ্চালক হয়ে টেলিভিশনেরপর্দায় আসছেন গৌহর খান। ‘ইশকজাদে’র এই অভিনেত্রী তার টুইটার অ্যাকাউন্টে জানান,\\\"শেষ পর্যন্ত আমি হোস্ট করব স্টার প্লাসের নতুন রিয়েলিটি শো, আমি খুব খুশি।\\\"

উল্লেখ্য, গৌহরের বড়বোন নিগার খান টেলি ধারাবাহিকের বিখ্যাত খলনায়িকা। ‘ইন্ডিয়াস র স্টার’ অনুষ্ঠানটিতে ভারতের র‍্যাপার হানি সিং বিচারকের পদে থাকবেন। এই শোটি সাঁইবাবা টেলিফিল্মস প্রযোজনা করছে এবং ‘ম্যাড ইন ইন্ডিয়া’ অনুষ্ঠানটির পরিবর্তে এই শো’টি আসছে স্টার প্লাসে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।