নেতার সমালোচনার জবাব দিলেন সানি লিওন (ভিডিও)


প্রকাশিত: ০৭:১৯ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

বলিউড তারকা সানি লিওনকে নিয়ে প্রায় সময়ই বিতর্ক থাকে। সম্প্রতি ভারতের সিপিআইয়ের এক নেতা সানি লিওনকে ধর্ষণের প্রতীক বলেছেন। সে নিয়ে চলছে টান টান উত্তেজনা।

ওই নেতা সানির একটি কন্ডমের বিজ্ঞাপন নিয়ে সমালোচনা করেন। সিপিআই নেতা অতুল কুমার অঞ্জন বলেন, সানির কন্ডমের বিজ্ঞাপন দেখে পুরুষরা ধর্ষণে উজ্জীবিত হয়। তাই এই ধরণের বিজ্ঞাপন নিষিদ্ধ হওয়া উচিত। সানি লিওনকেও দেশছাড়া করে সমাজ রক্ষার চেষ্টা করা উচিত।

তার এমন বক্তব্যের পর থেকেই উস্কেছে বিতর্কটি। সবাই অপেক্ষায় ছিলেন সানি এ বিষয়ে কী বলেন- শুনবার জন্য। অবশেষে মুখ খুললে সবেক কানাডিয়ান পর্ন তারকা। শুক্রবার টুইটারে এই বিতর্কের জবাব দিয়েছেন তিনি।

নিজের টুইটে সানি বলেন, ‘লোকে যখন আমার জন্য সময় ও শক্তি নষ্ট করে তখন আমি খুব কষ্ট পাই।’
 
এ মুহূর্তে ‘টিনা অ্যান্ড লোলো’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সানি।

দেখুন বিতর্কে আসা সানি লিওনের বিজ্ঞাপনটি :  



এলএ/এমএস

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।