সেক্স বিক্রি হয় বললেন সানি লিওন


প্রকাশিত: ১১:৪৮ এএম, ০৫ আগস্ট ২০১৫

সম্প্রতি সর্বোচ্চ আদালতের নির্দেশে ভারতে বন্ধ করা হয়েছে প্রায় হাজারখানেক পর্ন সাইট। আদালতের এমন নির্দেশের বিরুদ্ধে বলিউডের অনেক তারকা তাদের মতামত ব্যাক্ত করেছেন।

তবে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর সবার নজর ছিলো যার প্রতি সে সানি লিওনও অবশেষে মুখ খুললেন এ বিষয়ে।

পর্ন দুনিয়া থেকে বলিউডের পর্দায় পা রাখা সানি লিওন কিছুটা চতুরতার আশ্রয়ই নিলেন মতামত প্রকাশ করতে গিয়ে। স্বামী ডেনিয়েল ওয়েবারকে পাশে নিয়ে টুইটারে একটি ছবি আপলোড করেছেন সানি। সেখানে সানির স্বামীর টি শার্টে বড় বড় অক্ষরে লিখা ছিলো `সেক্স সেলস` যার অর্থ দাঁড়ায় সেক্স বিক্রি হয়।

বলিউডে পদার্পনের পর নিজের অন্ধকার অতীতকে অনেকটা চেপে রেখে নিজেকে বলিউডের শক্তিশালী একজন অভিনেত্রী করে নেয়ার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। তবে পর্ন নিষিদ্ধের পর নিজের অবস্থান তুলে ধরতে দ্বিধা করলেন না এই সাবেক ইন্দো কান্ডিয়ান পর্নস্টার।

আরএএইচ/এলএ/পিআর

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।