আজীবন সম্মাননা পাচ্ছেন কবরী, সেরা অভিনেত্রী মৌসুমী

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩-এর জন্য মনোনীত ছবি দেখা শেষ হয়েছে জানুয়ারিতেই। এরই মধ্যে পুরস্কারের জন্য মনোনীতদের একটি তালিকাও তৈরি করেছে জুরি বোর্ড। সেই তালিকা অনুযায়ী এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী কবরী সরোয়ার।
সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন `মৃত্তিকা মায়া`র তিতাস ও সেরা অভিনেত্রী হিসেবে `দেবদাস`র মৌসুমী। সেরা গায়ক হিসেবে তালিকায় আছেন চন্দন সিনহা, সেরা গায়িকা যৌথভাবে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। সেরা সুরকার তাপস, সেরা গীতিকার কবির বকুল, সেরা পার্শ্ব অভিনেতা মামুনুর রশীদ, সেরা পার্শ্ব অভিনেত্রী রেহানা জলি, সেরা পরিচালক গাজী রাকায়েত এবং সেরা প্রযোজক হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদুর রেজা সাগর।
মোট ২৮টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। দু-এক দিনের মধ্যে অন্য ক্যাটাগরিতে মনোনীতদের নামও চূড়ান্ত করা হবে বলে সূত্র জানায়। তথ্য মন্ত্রণালয় সূত্রে আরো জানা যায়, খুব শিগগির তালিকাটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে। তিনি স্বাক্ষর করার পর পুরস্কার প্রদানের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
এইচএন/এমএস