জন্মদিনের শ্রদ্ধাঞ্জলিতে আর ডি বর্মন


প্রকাশিত: ১১:০৩ এএম, ২৭ জুন ২০১৬

উপমহাদেশের সংগীতের কিংবদন্তি রাহুল দেব বর্মন। তিনি ছিলেন একাধারে বিখ্যাত সংগীত পরিচালক ও সুরকার। জন্মগ্রহণ করেছিলেন কলকাতায়, ত্রিপুরার এক সংগীতপ্রেমী রাজপরিবারে। আজ সুবিখ্যাত সুরকার ও শিল্পী রাহুল দেব বর্মনের ৭৭তম জন্মদিন।

জনপ্রিয় এই  সংগীত ব্যক্তিত্ব সংগীতপ্রেমীদের মনের মণিকোঠায় রয়ে গেছেন চিরদিনের জন্য। ১৯৩৯ সালে আজকের এই দিনে জন্ম হয়েছিল বাংলা গানের কর্তা হিসেবে খ্যাত শচীন দেব বর্মনের পুত্র রাহুলের।

দেশের সংগীত ধারায় নতুন এক ঘরানা তৈরি করেছিলেন তিনি। অসংখ্য জনপ্রিয় হিন্দি, বাংলা আধুনিক ও চলচ্চিত্রের গানের সুরকার ও সংগীত পরিচালক আরডি বর্মন। আজ তাই তাকে স্মরণ করছে শ্রোতারা বিনম্র চিত্তে।

তিনি প্রথম কাজ করেন অভিনেতা মাহমুদ প্রযোজিত ‘ছোটে নবাব’ ছবিতে ১৯৬১ সালে। সংগীত জীবনে আরডি বর্মনের বিখ্যাত কিছু চলচ্চিত্র হচ্ছে- ইয়াদো কি বারাত, গোলমাল, খুব সুরাত, সনাম তেরি কাসাম, ১৯৪২: অ্যা লাভ স্টোরি, রকি, শোলে। শেষ কাজ করা সিনেমাটি হচ্ছে ‘১৯৪২: অ্যা লাভ স্টোরি’। তবে এটি মুক্তির আগেই তিনি মারা যান।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলের স্বামী। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।

এনই/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।