ফেরদৌসের উপস্থাপনায় আলমগীর-রুনা

তাদের তুলনা তারা নিজেই। স্বীয়কর্ম দিয়ে প্রতিনিয়ত নিজেদের ছাড়িয়ে গেছেন। বলছি জীবন্ত কিংবদন্তি দম্পতি উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা ও চিত্রনায়ক আলমগীরের কথা।
এই দম্পতিকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ আড্ডানুষ্ঠান ‘ভালোবাসার স্বপ্নে ঘেরা’। এখানে তারা কথা বলবেন নিজেদের জন্ম, পরিবার, শৈশব ক্যারিয়ার নিয়ে। বলবেন একে অপরের কাছে আসার গল্প। ঈদের স্মৃতি নিয়ে অনেক কথাও জানাবেন।
চিত্রনায়ক ফেরদৌসের উপস্থাপনায় ও সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল ৫টা ৩০ মিনিটে আরটিভিতে।
এলএ/এমএম