বই মেলায় ঈয়নের ‘গাধার গয়না’


প্রকাশিত: ০১:১৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

অমর একুশে গ্রন্থ মেলার কবি ঈয়নের কাবগ্রন্থ ‘গাধার গয়না’ পাওয়া যাচ্ছে। বইটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যান অংশের মন পাবিলশার্সে (৪২৭-৪২৮ নং স্টলে)। এছাড়াও এই কবির আরেকটি কাব্যগ্রন্থ ‘ভাবনাংশ’ মিলছে মেলায়।

অনলাইনেও অর্ডার করা যাচ্ছে বইটি। আগ্রহীরা ডাক ঠিকানা পাঠিয়ে ফরমায়েশ জানাচ্ছেন এর মুখবই পাতার (facebook.com) ভেতর বাক্সে। সেখানে ২৫ শতাংশ ছাড়ে সাদা কালো মলাটের চার ফর্মার এ গ্রন্থটি মিলছে মাত্র ৬০ টাকায়। সঙ্গে অবশ্য ৪০ টাকা ‘বিলি ব্যয়’ সংযুক্ত হচ্ছে। অর্থাৎ দেশের যে কোনো প্রান্ত থেকে সর্বসাকূল্যে মাত্র একশ টাকা ব্যয়ে ঘরে বসেই পাওয়া যাচ্ছে বইটি।   

এএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।