২, ৩ ও ৪ জুলাই খোলা থাকবে বাণিজ্যিক এলাকার ব্যাংক


প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৮ জুন ২০১৬

ঈদের দীর্ঘ নয়দিন ছুটির সময় গ্রাহকের সুবিধার্থে আগামী ২, ৩ ও ৪ জুলাই বিভিন্ন বাণিজ্যিক এলাকা ও বৃহৎ শপিং মার্কেট সংশ্লিষ্ট ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত সার্কুলারে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে এ নির্দেশনা দেয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, সুষ্ঠু ব্যবসায়িক কার্যক্রম ও নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে কেবলমাত্র নগদ অর্থ উত্তোলন ও জমা করার জন্য দেশের সব বাণিজ্যিক এলাকা ও বৃহৎ শপিং কমপ্লেক্স মার্কেট সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো ২, ৩ ও ৪ জুলাই খোলা থাকবে। তবে ঠিক কোন কোন এলাকার ব্যাংকগুলো খোলা থাকবে তা তফসিলি ব্যাংকগুলোকে নিজেদের বিবেচনায় ঠিক করতে বলা হয়েছে।

সেই সঙ্গে কাজে যোগদানকারী কর্মকর্তাদের যুক্তিসঙ্গত ভাতা দেয়ার পরামর্শও দেয়া হয়েছে।

এর আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও টাঙ্গাইল এ অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি এলাকার শুধুমাত্র তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো ২ ও ৩ জুলাই (শনি ও রোববার) খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

ঈদের দীর্ঘ নয়দিন ছুটির সময় ব্যাংকের লেনদেন চালু রাখার দাবি জনিয়ে সোমবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেয়।

ওইদিন গভর্নরের সঙ্গে এ বিষয়ে সাক্ষাৎ করেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। আর ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক সার্কুলার জারি করে এ সিদ্ধান্ত জানায়।

এসআই/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।