ডিএসইতে লেনদেন সামান্য বাড়লেও সিএসইতে কমেছে

দেশের শেয়ারবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার আগের দিনের ধারাবাহিকতায় মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সামান্য বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৫১ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৫ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৮৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট, যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি টাকা বেশি। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৫২ কোটি টাকা।
ডিএসইতে মোট ৩২০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২০০টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও কমেছে লেনদেন। এদিন সিএসইতে সার্বিক সূচক সিএসসিএক্স ৮২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩০৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১১১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৭৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৩৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৫১ পয়েন্টে দাঁড়িয়েছে এবং সিএসআই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ৯৭৩ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ১৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। এর মধ্যে বেড়েছে ১৫৩টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার দর।
এসআই/এআরএস/এবিএস