ইকুয়েডরে সেনা বিমান বিধ্বস্ত : নিহত ২২


প্রকাশিত: ০৩:০৩ এএম, ১৬ মার্চ ২০১৬

ইকুয়েডরের এমাজোন এলাকায় মঙ্গলবার একটি সেনা বিমান বিধ্বস্ত হয়ে ২২ জন নিহত হয়েছে। সংবাদ সংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে।

ওই দুর্ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া এক টুইট বার্তায় বলেন, এটা সত্যিই খুব দুঃখজনক যে বিধ্বস্ত বিমানের একজন আরোহীও বেঁচে নেই। আমরা নিহত সেনা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

১৯  সেনা, দুই পাইলট এবং একজন মেকানিক নিয়ে বিমানটি উড্ডয়ন করেছিল। সেনারা প্যারাসুটে করে সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু উড্ডয়নের পর পূর্বাঞ্চলীয় পাস্তাযা প্রদেশে স্থানীয় সময় আড়াইটার দিকে বিধ্বস্ত হয় বিমানটি।

বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি।

ওই দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো পাতিনো। এছাড়া ইতোমধ্যেই সেথানে পৌঁছেছে উদ্ধারর্মীদের একটি দল।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।