‘সিল কম থাকায় ভুট নেওয়াত দেরি অয়’
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার এমসি একাডেমি কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। ওই কেন্দ্রে ভোট দিতে আসা ১ নং ওয়ার্ডের ভোটার বিজয়া চক্রবর্তী বলেন, নির্বাচনের পরিবেশ খুব ভালো। ভোট দিতে এসে আমার খুব ভালো লাগছে।
পৌরসভার এমসি একাডেমি এবং জছির আলী স্কুল কেন্দ্রে ঘুরে দেখা যায়, উল্লেখযোগ্য সংখ্যক ভোটারদের উপস্থিতি। কথা হয় কয়েকজন ভোটারের সঙ্গে। একই কেন্দ্রে ভোট দিয়ে বের হওয়া তরুণ ভোটার সীমা মালাকার বলেন, ভোট দিতে পেরে খুব ভালো লেগেছে। আমি আনন্দিত।
প্রবীণ ইসহাক মিয়া বলেন, সারা দিন খুব ভালোভাবেই ভোট চলবে।
জছির আলী স্কুল কেন্দ্রে ভোট দিতে আসা ইকবাল হোসেন চৌধুরী অভিযোগ করে বলেন, ‘এক সিলে ওতো মানুষ ভুট দিবো কিলা। সিল কম থাকায় ভুট নেওয়াত দেরি অয়’।
জছির আলী কেন্দ্রের রেজিয়া বেগম অভিযোগ করে বলেন, সিলের সংখ্যা কম হওয়ায় ভোট গ্রহণে বিলম্বে হচ্ছে। এভাবে বিলম্ব হলে সারা রাত লাগবে।
ছামির মাহমুদ/এসএস/এমএস