টঙ্গীর কারখানা পরিদর্শনে মানবাধিকার কমিশনের সদস্যরা


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১৯ নভেম্বর ২০১৬

টঙ্গীতে দুর্ঘটনারোধে  কলকারখানাগুলোতে কী ধরনের সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে তা পরিদর্শনে যান জাতীয় মানবাধিকার কমিশনের তিনসদস্যসহ চার কর্মকর্তা।

শনিবার সকালে তারা টঙ্গীর বিসিক এলাকায় সিনটেক্স প্রিন্টিং মিলস লিমিটেড, আকিজ প্যাকেজিং ও রবিন প্রিন্টিং কারখানা পরিদর্শন করেন।

সম্প্রতি টাম্পাকো ফয়েলস করাখানায় বিস্ফোরণের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের গঠিত তদন্ত কমিটির প্রধান মো. নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

তিনি জানান, টাম্পাকোর পর টঙ্গী বিসিক এলাকায় যাতে ওই ধরনের দুর্ঘটনা আর না ঘটে সেজন্য কোন কারখানার কী রকমের সক্ষমতা রয়েছে তা পর্যবেক্ষণ করতেই বিসিক নগরীতে যান তারা।

সকাল ১০টার দিকে তাদের চার সদস্য বিসিক নগরীতে যান। পরে তিনটি কারখানা পরিদর্শনের পর দুপুর সাড়ে ১২টার দিকে বিসিক এলাকা ত্যাগ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত), কমিশনের সহকারী পরিচালক জয়দেব চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. অধ্যাপক মো. আব্দুল আজিজ। এছাড়াও গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম উপস্থিত ছিলেন।

মোঃ আমিনুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।