ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেই গ্রেফতার আওয়ামী লীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:১০ পিএম, ৩১ মে ২০২৫

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় গ্রেফতার হয়েছেন ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ।

শনিবার (৩১ মে) বিকেলে তাকে দর্শনা ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে। এসময় তার সঙ্গে স্ত্রী-সন্তান ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতির বাড়ি ও দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় জামিনে থাকলেও তিনি ইমিগ্রেশন পুলিশের কালো তালিকাভুক্ত ছিলেন।

দর্শনা ইমিগ্রেশনের এসআই রমজান আলী জানান, ১৩ মে বিকাশ কুমার ঘোষ স্ত্রী-সন্তান নিয়ে দর্শনা বর্ডার দিয়ে ভারত যান। ১৭ দিন ভারতে অবস্থানের পর শনিবার বিকেল ৫টার দিকে তিনি একইপথে দেশে ফিরে আসার পর দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

শাহজাহান নবীন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।