ডায়ানা অ্যাওয়ার্ড অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে : মুন্না
কিশোরদের সৃজনশীলতার বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘ডায়ানা অ্যাওয়ার্ড’ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের (বিভাগ) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইউসুফ মুন্না।
কিশোরভিত্তিক সৃজনশীল প্ল্যাটফর্ম রিফ্লেকটিভ টিনসের মাধ্যমে সামাজিক পরিবর্তনমূলক বিভিন্ন কার্যক্রমের জন্য তাকে এই স্বীকৃতি দেয়া হয়েছে।
প্রিন্সেস ডায়ানার স্মরণে তার দুই ছেলে (দ্যা ডিউক অব ক্যামব্রিজ এবং দ্যা ডিউক অব সাসেক্স)-এর উদ্যোগে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
দ্য ডায়ানা অ্যাওয়ার্ডের প্রধান নির্বাহী টেসি ওজো জানান, তার প্রতিষ্ঠান রিফ্লেকটিভ টিনস বিগত আট বছর ধরে চট্টগ্রাম, খুলনা ও ঢাকাসহ বাংলাদেশের নানান প্রান্তের ৬১ হাজারেরও বেশি কিশোরের সৃজনশীল প্রতিভার বিকাশ এবং বিভিন্ন সৃষ্টিশীল কাজে সম্পৃক্ত করতে পেরেছে। তাদের প্রোগ্রামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ব্রিজেস নট বরডার্স, ব্রেইনারি এবং ক্রিয়েটর্স কনভারজেন্স।
ইউসুফ মুন্না নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘এই প্রাপ্তি আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। একইসেঙ্গে আমাদের কাজের গণ্ডিকে প্রসারিত করতে ও সামগ্রিক লক্ষ্যকে বাস্তবায়নে দলগত প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই পুরস্কার আমার একার নয়। রিফ্লেকটিভ টিনসের সঙ্গে সংযুক্ত সবাই এর অংশীদার। আমার মা-বাবা সবসময় আমার ওপর আস্থা রেখেছেন, উৎসাহ যুগিয়েছেন। তাই তাদেরকে এই পুরষ্কারটি উৎসর্গ করছি।’
তার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন খুবি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘ইউসুফ মুন্নার এ স্বীকৃতি খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দ ও গৌরবের। তার এই প্রাপ্তি বিশ্ববিদ্যালয়ের অন্য সব শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল কর্মে নিয়োজিত হয়ে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাবে। যা এ বিশ্ববিদ্যালয়, দেশ ও জাতির সুনাম বৃদ্ধি করবে এবং কল্যাণ ও সমৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ হাসান লিমন বলেন, ‘সামাজিক উদ্যোক্তা হিসেবে ডিএস’র ইউসুফ মুন্নার এমন অর্জনে খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। একইসঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয় তার এই অর্জনে গর্বিত।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রধান সহযোগী অধ্যাপক মো. হাসান হাওলাদারসহ ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
ইউসুফ মুন্না বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে স্নাতক করছেন। তিনি ২০১৫ সালে টিএডেস্কে বক্তা হিসেবে আমন্ত্রিত হন। এছাড়া ২০১৭ সালে প্রভাবশালী সামাজিক উদ্যোক্তাদের বৈশ্বিক নেটওয়ার্ক অশোকা ইয়াং চেঞ্জমেকারের অন্তর্ভুক্ত হন ইউসুফ।
একই বছরে নেপালে অনুষ্ঠিত গ্লোবাল ইন্টারন্যাশনাল টিন কনফারেন্সেও আলোচক হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন তিনি। এছাড়া ভারতে অনুষ্ঠিত গ্লোবাল পার্টনারশিপ সামিট ১৭ ও ২০১৮ সালে ফিলিপাইন্সে অনুষ্ঠিত অশোকা চেঞ্জমেকার এক্সচেঞ্জে প্রথম বাংলাদেশি হিসেবে ইউসুফ দেশের প্রতিনিধিত্ব করেন।
এসজে/জেআইএম