১৪ আগস্ট ‘আরো ভালবাসবো তোমায়’


প্রকাশিত: ১০:২১ এএম, ২৩ জুলাই ২০১৫

১৪ আগস্ট মুক্তি পাচ্ছে শাকিব-পরীমনি জুটির ছবি ‘আরো ভালবাসবো তোমায়’।  ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও হঠাৎ করে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরইমধ্যে আবারো ছবিটি রিলিজের সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক এস এ হক অলিক।

এ প্রসঙ্গে এস এ হক অলিক বলেন, ‘ছবিটি ঈদে মুক্তি দেওয়ার জন্য অনেক কষ্ট করেছি কিন্তু শেষ পর্যন্ত দিতে পারিনি। কিছু কাজ বাকি থাকার কারণে ছবিটি ঈদে মুক্তি দিতে পারিনি। তবে আগামী ১৪ আগস্ট মুক্তি দিতে যাচ্ছি। ঈদে ছবিটি মুক্তি না দিতে পারায় অনেকের অনেক কথাও শুনেছি। তাই ঈদের পরপরই ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ছবির গল্পে দেখা যাবে, শাকিব খান অনেক বড় একজন ফিল্ম স্টার। তার জন্য হাজারো মেয়ে পাগল। তারা তাকে দিনরাত স্বপ্ন দেখে। পরীমনি গ্রামের একজন সাধারণ মেয়ে । যে কিনা শাকিব খানের একজন ক্রেজি ফ্যান। তার জন্য জীবন দিতেও প্রস্তুত। ছবিটিতে আরো অভিনয় করেছেন চম্পা, সাদেক বাচ্চু, আফজাল শরীফ, সোহেল রানাসহ আরো অনেকে।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।