বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থাকছে না ভ্যাট


প্রকাশিত: ০৩:১৫ এএম, ১৭ জুন ২০১৫
ফাইল ছবি

তীব্র সমালোচনার মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ১০ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপের প্রক্রিয়া সরকার শিথিল করছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সুত্র জানায়, ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজেগুলোর ওপর ১০% ভ্যাট চূড়ান্ত বাজেটে বাস্তবায়ন হবে না ।

এতে ভ্যাটের বাড়তি চাপ থেকে মুক্তি পাচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবক।

অর্থ মন্ত্রণালয় সূত্র আরো জানায়, এ বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানকে একটি মৌখিক নির্দেশনাও দিয়েছেন।

এ প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর প্রস্তাবিত ১০ শতাংশ ভ্যাটের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপিত। সেখানে আলাপ-আলোচনার ভিত্তিতে এনবিআরে যে সিদ্ধান্ত আসবে সেটাই কার্যকর হবে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।